Address: 57-16 37TH AVENUE, WOODSIDE, NEW YORK 11377

Ramadan Do it and dont do it

( 1 ) Virtues of Fasting
The Prophet (SAW) said, Allah said, the reward for every good deed of a son of Adam is increased by ten to seven hundred times (according to the intention and sincerity); but in respect of the reward for fasting Allah proclaims: “Fasting is for me and I, Myself shall bestow the reward. The person who fasts forgoes his desire, eating and drinking for My Sake. (Bukhari/Muslim)

The Prophet (SAW) said anyone who fasts one day for Allah’s Pleasure, Allah will keep him away from Hell at a distance of seventy years of traveling.” (Bukhari)

The Prophet (SAW) said, “Whoever does not give up untruthful speech and evil actions, Allah is not in need of him leaving his food and drink.” (Bukhari)

Based upon this, the obligation upon the fasting person to undertake the obligatory deeds and abstain from the unlawful is confirmed, both in word and deed. So, we should not backbite, lie, or spread gossip among people, nor sell unlawful things, and should avoid all unlawful deeds. If a person does this, for a whole month, the soul will be upright for the rest of the year.

Parts of a Complete Fast

  • Niyyah (Intention) The intention of fasting is necessary, but it is not necessary to express the intention verbally; the firm determination of the heart will suffice.
  • To stay away from eating, drinking, and intimacy.
  • To break the fast with dates and water is Sunnah.
  • It is a Sunnah to have Suhoor, but leaving it out will not invalidate the fast. The Prophet (SAW) said: “Have Suhoor for certainly there is a blessing in Suhoor.” [Bukhari]

Acts to Do in Ramadan

  • Recite the Holy Quran.
  • Recite Kalimah Shahadah as much as you can.
  • Do a lot of Isteghfaar, (ask forgiveness from Allah)
  • Be punctual for five-time salat with Jamat, offer extra nafl salah in addition to fardh.
  • Help and share with others in need, pay Sadaqah (charity) according to your ability.
  • Be patient, show tolerance, and avoid being ill-tempered.
  • Refrain from arguments and verbal abuses, Abstain from falsehood, lying, and backbiting.
  • Reduce the workload of employees or subordinates.
  • Make lots of dua at Tahajjud time, ask for Jannah, and seek Protection from Jahannam.
  • Increase the Ibadat, in last 10 Days, and Perform i’tikaf, and search of Laitul Qadr
  • Offer iftar meals to others according to your ability.
  • Pray the Taraweeh and Tahjjud, prayers along with fasting.

( 2 ) Acts done intentionally that break one’s fast & require to make up (Qadha) and kaffarah

  • Eating, or Drinking, which bears the characteristics of food, drink, and medicine.
  • Smoking, and vomiting mouthful intentionally.
  • Sexual intercourse, the emission of Mani (semen) due to desire.
  • The emission of menstrual and postpartum blood.
  • Eating, drinking, smoking, or performing sexual intercourse forgetfully, and then thinking that the fast is broken, and do it again (For this scenario, if a person knows that eating/drinking/having intercourse will not break the fast, but continues to eat, he must give kaffarah. Otherwise just qadha will be sufficient.)

Acts that do not break the fast

  • Swallowing one’s own saliva.
  • Tasting the leftover traces of medicine in the mouth or throat.
  • Dust or smoke or incense entering one’s throat or mouth.
  • Swallowing sweat, tears, phlegm, and wetness of mouth after wudu or ghusl.
  • Swallowing vomit that emerges in the mouth without one’s doing.
  • Deliberately vomiting less than a mouthful, Using a miswak or toothbrush.
  • Ejaculation caused by unintentionally or looking or by the wet dream.
  • Applying khul (surma) in the eyes, dripping eye drops or wearing contact lenses.
  • Rubbing oil or cream on the body or hair, applying deodorant.
  • Water entering the ears, scratching the ear with a Q-tip.
  • Taking an injection, and withdrawing blood for the blood test.

Acts that are disliked (Makrooh) while fasting

  • Tasting or chewing flavorless gum or something without an excuse.
  • Kissing one’s spouse with desire in which one fears falling into sexual intercourse.
  • Gathering saliva in the mouth and then swallowing.
  • To gargle or to sniff water excessively in the nose time of wudu or ghusl.
  • Brushing the teeth with toothpaste or using mouthwash.
  • Backbiting, lying, slandering, cheating, deceiving, arguing, cursing, watching unlawful things, listening to music, sleeping the entire day, and spend excess time on devices.

And Allah knows best

May Allah accept our fast and any act of worship (Ibadat) that we perform for His sake

Board of Imam Jamaica Muslim Center

 ) পবিত্র মাহে রামাদানে  সিয়াম/রোযার ফজিলত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন ,আদম সন্তানের প্রতিটি নেক কাজের জন্য দশ থেকে সাত শত গুণ সওয়াব রয়েছে ( তাহার নিয়ত এবং এখলাস অনুযায়ী );কিন্ত রোযা এর ব্যতিক্রম। সে এক মাত্র আমার জন্যই রোযা রেখেছে এবং আমিই নিজ হাতে এর পূরস্কার দেবো, কারণ সে আমার জন্যই খানা পিনা ও যৌন বাসনা ত্যাগ করেছে , অর্থাৎ আমি নিজেই এর বিনিময় হবো। (বুখারীও মুসলিম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহর  জন্য রোযা/ সিয়াম রাখে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। “(বুখারী)  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি  রোযা/ সিয়াম রেখে  মিথ্যা কথা মিথ্যা কাজ কারবার ও মূর্খতা পরিত্যাগ করলোনা, তার পানাহার পরিহার করার মাঝে আল্লাহর কোনো দরকার নেই  (বুখারী)  অতএব এ কথা নিশ্চিত হয়ে গেল যে, রোযাদার যাবতীয় ওয়াজিব বিষয় বাস্তবায়ন করবে এবং সবধরণের হারাম থেকে দূরে থাকবে মানুষের গীবত করবে না, মিথ্যা বলবে না  চুগলখোরি করবেনা হারাম বেচা কেনা করবে না, ধোঁকাবাজি করবে না মোটকথা চরিত্র ধ্বংসকারী অন্যায় ও অশ্লীলতা বলতে যা বুঝায় সকল প্রকার হারাম থেকে বিরত থাকবে। আর এক মাস এ ভাবে চলতে পারলে বছরের অবশিষ্ট সময় সঠিক পথে পরিচালিত হবে ইনশাল্লাহ।

সিয়াম/রোজা সম্পূর্ণ হওয়ার অংশ 

  • নিয়ত করা ফরজ ,মুখে নিয়ত করা জরুরী নয় অন্তরে নিয়ত করলেই যথেষ্ট
  • খাওয়া, পানীয়, এবং যৌনমিলন থেকে বিরত থাকা
  • খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা হচ্ছে সুন্নাত
  • সেহরি খাওয়া সুন্নাত। তবে না খেলে রোযা বাতিল হবে না।

রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা শেষ রাতের খাবার অর্থাৎ সেহরি খাও তাতে বরকত রয়েছে” (বুখারী)

পবিত্র মাহে রামাদানে যা করনীয়

  • পবিত্র কুরআন তিলাওয়াত বেশি করে করুন, কালেমা সাহাদাহ  বেশি করে পড়ুন, বেশি করে ইস্তেঘফার করুন, (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন)
  • পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করুন ফরয ছাড়াও অতিরিক্ত নফল সালাত আদায় করুন
  • ধৈর্য্য ধরুন, সহিষ্ণুতা প্রদর্শন করুন, এবং অন্যকে সাহায্য করুন, দান খয়রাত বেশি করে করুন,
  • বিতর্ক, গালিগালাজ, মিথ্যা,গীবত, প্রতারণা, ও অপবাদ করা থেকে বিরত থাকুন।
  • কর্মচারী বা অধীনস্তদের কাজের চাপ কমিয়ে নিন
  • বিশেষ করে তাহাজ্জুদের সময়ে দোয়া করুন, আল্লাহর কাছে জান্নাত চান জাহান্নাম থেকে মুক্তি চান
  • শেষের দশ দিন ইবাদত বৃদ্ধি করুন, ই’তিকাফ করুন, লায়াতুল কদ্বরের অনুসন্ধান  করুন,
  • নিজের সামর্থ অনুযায়ী অন্যদেরকে ইফতার প্রদান করুন.
  • তারাবীহ ও তাহাজ্জুদ সালাতের পাবন্দি করুন।

২ ) যেসব কারণে সিয়াম/রোযা ভঙ্গ হয় এবং কাযা,কাফ্ফারা উভয়টা ওয়াজিব হয়

  • ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা,খাদ্য, পানীয়,ওষুধ,
  • ধূমপান করলে, ইচ্ছাকৃতভাবে মূখ ভরে বমি  করলে,
  • ইচ্ছাকৃতভাবে যৌন মিলন করলে,
  • শাহওয়াতের সাথে অথবা হস্তমৈথুন করে বীর্যপাত হলে
  • মহিলাদের হায়েয বা নেফাসের রক্ত প্রবাহিত হলে,
  • ভুলে খাওয়া পান করা ও স্ত্রী সহবাস করার পর, এবং ইচ্ছাকৃতভাবে  বীর্যপাত হওয়ার পর রোযা  ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে একই কাজ পুনরায় করলে,

যে সব কারণে সিয়াম/রোযা ভঙ্গ হয় না 

  • অনিচ্ছাবশত গলার মধ্যে ধুয়া, ধুলা বালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা
  • শরীরের ঘাম চুখের পানি কাশি দাঁতের মাড়ি থেকে বাহির হওয়া রক্ত গলার নিচে চলে গেলে.
  • অল্প বমি করলে মুখের থু থু বা লালা আসলে একত্রিত করে গিলে ফেলা
  • মিসওয়াক অথবা টুথ ব্রাশ ব্যবহার করলে
  • অনিচ্ছাকৃত ভাবে অথবা সপ্নদোষ হয়ে বীর্যপাত হলে
  • চুখে সুরমা লাগানো চুখে ড্রপ ব্যবহার করা ও কন্টাক্ট লেন্স ব্যবহার করা
  • গায়ে তেল ও লুশন  মাখা  ডিওডোরেন্ট ব্যবহার করা
  • কানে পানি প্রবেশ করলে কিউটিপ ধারা পরিষ্কার করা
  • ইঞ্জেকশন অথবা টিকা লাগানো, রক্ত পরীক্ষা করার জন্য রক্ত বাহির করলে.

যে সব কারণে সিয়াম/রোযা মাকরুহ হয় 

  • টুথপেস্ট বা মাউশওয়াশ ব্যবহার করা
  • চুইংগাম চুষা বিনা কোনো কারণে কোন  জিনিস চিবানো
  • নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না – এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা. (যুবক যুবতীদের এহেন অবস্থা থেকে দূরে থাকাই শ্রেয়),
  • মুখে অধিক পরিমান থু থু ও লালা একত্র করে গিলে ফেলা
  • ওযু ও গোসলের সময়ে  অত্যধিক ভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া
  • গুসল ফরজ এ অবস্থায় সারাদিন অতিবাহিত করা
  • গীবত করা, মিথ্যা বলা, চুগলখুরি করা, গালিগালাজ করা, ঝগড়া ফ্যাসাদ করা,  প্রতারণা করা, অনর্থক কথা বার্তা বলা, ও রাগা রাগি করা.
  • টিভি অথবা ফোনের মাধ্যমে অশ্লীল ছবি দেখা, গান বাজনা শুনা, এবং ইলেকট্রনিক ডিভাইসগুলোতে অতিরিক্ত সময় ব্যয় করা
  • সিয়াম/রোযা রেখে সারা দিন ঘুমন্ত অবস্তায় কাটিয়ে দেয়া.

এবং আল্লাহ ভাল জানেন
আল্লাহ আমাদের রোযা / সিয়াম এবং  সমস্ত ইবাদতি কবুল করুন আমীন
ইমাম বোর্ড জ্যামাইকা মুসলিম সেন্টার

Leave a comment

Masjid Fatima, Woodside New York

All contents copyright © Site, All rights reserved.